ভ্যালেন্টাইনস ডে-তে বিষ খেয়ে প্রেমিকার মাকে ভালবাসার পরীক্ষা দিলেন
ভ্যালেন্টাইনস ডে-তে বিষ খেয়ে প্রেমিকার মাকে ভালবাসার পরীক্ষা দিলেন
ভ্যালেন্টাইনস ডে-তে (Valentine’s Day) ভালোবাসার পরীক্ষা! মেয়ের প্রেমিকের মুখে জো’রপূর্বক বিষ ঢালল প্রেমিকার মা ও পরিবারের অন্য সদস্যরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মহম্ম’দপুরে শিলাখালি গ্রামে। বর্তমানে মৃ’ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রেমিক (Lover) রতন মান্না। অ’ভিযোগ, মেয়ের ভালোবাসার (Affair) পাত্রকে মেনে নিতে পারেনি পরিবার। আর সেই কারণেই এমন কা’ণ্ড! এই ঘটনায় ৪ জনকে গ্রে’ফতার করেছে ভগবানপুর থা*নার পু’লিস।
তাঁদের মেয়েকে ভুলে যেতে হবে বলে হুঁশিয়ারি দেয়। প্রেমিক রতন মান্না একথা অস্বীকার করেন। তিনি পাল্টা বলতে থাকেন, “আমাকে ছেড়ে দিন। আমি আপনাদের মেয়ে ছাড়া বাঁচতে পারব না।” অ’ভিযোগ, প্রেমিক রতনের মুখে এমন কথা শোনার পরই তাঁর হাতে বিষের পাত্র ( Poison) তুলে দেয় প্রেমিকার বাড়ির লোকেরা।
Subscribe to:
Posts (Atom)