লায়লাকে মারধরের অভিযোগ টিকটকার মামুনের বিরুদ্ধে || Prince Mamun & Laila News




গতকাল সোমবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে লায়লাকে একটি লাইভ ভিডিওতে দেখা যায়, রাজধানীর বারিধারার ফুটপাতে এসে কাঁদছেন তিনি। সেই সঙ্গে বলছেন মামুন আমাকে মেরেছে। মামুন আমাকে মদ খেয়ে এসে মোবাইল দিয়ে মেরেছে। দেখুন আমার চেহারা নষ্ট করে দিয়েছে। 


লাইভ ভিডিওতে লায়লা আরো জানান, আমি ট্রিপল নাইনে ফোন দিয়েছিলাম। তারা ক্যান্টনমেন্ট থানায় কানেক্ট করে দিয়েছে। কিন্তু ওই থানার পুলিশ নাকি মধ্যরাতে আসতে পারবে না। এ সময় লায়লাকে কান্না করতেও দেখা গেছে। এরইমধ্যে লায়লার এই ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।


SHARE THIS
Previous Post
Next Post